Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট অর্ডিন্যান্স এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে গবেষণালব্ধ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধি হল ইনস্টিটিউটের প্রধান অভিলক্ষ্য। ইনস্টিটিউটের সদর দপ্তর ময়মনসিংহে অবস্থিত। ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে জলজ জীব বৈচিত্রের উপর ভিত্তি করে ৫টি কেন্দ্র ও ৫টি উপকেন্দ্র হতে পরিচালিত হয়ে থাকে।

ইনস্টিটিউট দেশের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় চাহিদার নিরীখে গবেষণা পরিচালনা করে এ যাবত ৮২ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের উন্নতজাত উদ্ভাবন,দেশীয় মাছের জিনপুল সংরক্ষণ যেমন মাছের লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠা, পুকুর ভিত্তিক মাছ চাষ উন্নয়ন, মাছের রোগ বালাই প্রতিকার ও দমন, ইলিশ ব্যবস্থাপনা কৌশল উদ্ভাবন, মেরিকালচার , অপ্রচলিত মৎস্য সম্পদ উন্নয়ন ও ভ্যাকসিন উৎপাদন অন্যতম।

যশোর অঞ্চলের মৎস্য ও মৎস্যজাত বিষয় এবং বাওড় গবেষণার জন্য ২০০২ সালে এআরএমপি প্রকল্পের মাধ্যমে ইনস্টিটিউটের স্বাদুপানি কেন্দ্রের অধীনে একটি উপকেন্দ্র প্রতিষ্ঠিত হয় যার নাম স্বাদুপানি উপকেন্দ্র, যা যশোর শহরে অবস্থিত। এই উপকেন্দ্রটিতে বর্তমানে দুইজন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা বিভিন্ন বিলুপ্তপ্রায় মাছ ও বাওড় নিয়ে গবেষণার কাজ করে থাকেন। উপকেন্দ্রটিতে ১৬ টি গবেষণা পুকুর ১টি কার্প্ হ্যাচারী রয়েছে।

IUCN ২০১৫ কর্তৃক বাংলাদেশের মিঠাপানির চৌষট্টি (৬৪) প্রজাতির মাছ বিপন্নের তালিকায় ছিল, বিগত কয়েক বছরের গবেষণায় ইনস্টিটিউট কতৃক ৪০ প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন ও চাষাবাদ কৌশল আবিষ্কার করতে সফল হয়েছে। ২০২১ সালের আগষ্ট মাসে অত্র উপকেন্দ্র হতে প্রথম ককিলা মাছের কৃত্রিম প্রজননে সফলতা লাভ করে। যশোর অঞ্চলের হ্যাচারী সমূহের বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ ও বাওড়ের পরিবেশ ও প্রতিবেশগত তথ্য উপাত্ত সংগ্রহ করে বাওড় ব্যবস্থাপনায় মজুদ পুনবিন্যাস সংক্রান্ত মতামত সুপারিশ করা হয়েছে।